বাংলাদেশে চলমান উত্তপ্ত পরিস্থিতির জন্য ভারতকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তান মুসলিম লিগের (PML-N) নেতা কামরান সাঈদ উসমানি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ এই নেতা দাবি করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের নেপথ্যে ভারতের হাত রয়েছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে চলা বিক্ষোভের মধ্যেই উসমানির এই বিতর্কিত বয়ান নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে।
উসমানি ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বলেন, “পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যেই ভারত রয়েছে। আমাদের মিসাইলের জন্য ভারত খুব দূরের দেশ নয়।” তিনি আরও যোগ করেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার সাহস দেখায়, তবে পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যোগ্য জবাব দেবে। ভারতের ‘অখণ্ড ভারত’ ধারণার তীব্র বিরোধিতা করে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান বাংলাদেশকে সবরকম সামরিক ও কূটনৈতিক সহায়তা দেবে।
এদিকে, বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনে সক্রিয় ভূমিকা নেওয়া নেতা শরিফ হাদির হত্যার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়েছে। এর মাঝেই নবী মহম্মদকে অপমানের ভুয়ো অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ভারতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে দিল্লিও।