বোমা নাকি সিলিন্ডার? বাসন্তীতে রহস্যময় বিস্ফোরণে রক্তাক্ত শিশু, উদ্ধার বোমার সুতলি

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ভয়াবহ বিস্ফোরণের জেরে জখম হলো এক শিশু। বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায় ঘটা এই ঘটনায় গোটা জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণটি ঠিক কিসের—গ্যাস সিলিন্ডার নাকি বোমা—তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে ঘটনাস্থল থেকে বোমার অবশিষ্টাংশ এবং সুতলি দড়ি উদ্ধার হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে খড়িমাচান এলাকায় একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই সময় বাড়িতে থাকা একটি শিশু গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে।

ঘটনার খবর পেয়েই বাসন্তী থানার পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল জানিয়েছেন, “গতকাল রাতে আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক শিশুর আহত হওয়ার খবর আমাদের কাছে আসে। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও আমরা ঘটনাস্থল থেকে কিছু সুতলি দড়ি উদ্ধার করেছি। বোমা না সিলিন্ডার—বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ফরেন্সিক তদন্তের প্রয়োজন হতে পারে।”

কোথা থেকে এই বোমা এল বা ওই বাড়িতে বোমা মজুত ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে থাকায় এবং নতুন করে উত্তেজনার আশঙ্কায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক কোনো সংযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy