উত্তরপ্রদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন বছরের সবথেকে বড় ধামাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০২৬ সালের মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে মোট দেড় লক্ষ নিয়োগের সবুজ সংকেত দিয়েছে লখনউ প্রশাসন। পুলিশ থেকে শিক্ষা—সব বিভাগেই কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে।
কোথায় কত নিয়োগ? একনজরে দেখে নিন:
-
পুলিশ ও শিক্ষা বিভাগ: সবথেকে বেশি নিয়োগ হবে এই দুই বিভাগে। পুলিশে প্রায় ৫০ হাজার (৩০ হাজার কনস্টেবল, ৫ হাজার সাব-ইন্সপেক্টর) এবং শিক্ষা বিভাগে আরও ৫০ হাজার শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ করা হবে।
-
রাজস্ব ও অন্যান্য: রাজস্ব বিভাগে ২০ হাজার লেকপাল পদের পাশাপাশি স্বাস্থ্য, আবাসন ও সমাজকল্যাণ দফতরে আরও ৩০ হাজার পদে নিয়োগের প্রস্তাব রয়েছে।
-
রেকর্ড গড়ার লক্ষ্যে: এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে যোগী সরকার ১০ বছরে ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়ার অনন্য রেকর্ড স্পর্শ করবে।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে। অনেক বিভাগের বিজ্ঞাপনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে।