বিমানের ভেতর ধারালো অস্ত্র? জানালার কাঁচে নাম খোদাই করতেই দানা বাঁধছে বড়সড় নিরাপত্তা বিতর্ক

ভারতের ঐতিহাসিক স্মৃতিসৌধ হোক বা পাবলিক টয়লেটের দেওয়াল— অকারণে নিজের নাম খোদাই করে আসার এক অদ্ভুত ‘বাতিক’ রয়েছে এক শ্রেণির মানুষের মধ্যে। তাজমহল থেকে কেল্লার দেওয়াল, সর্বত্রই নিজেদের নাম লিখে স্থাপত্যের সৌন্দর্য নষ্ট করার প্রবণতা নতুন নয়। কিন্তু এবার সেই অসভ্যতা পৌঁছে গেল মাঝ আকাশে, বিমানের অন্দরেও! একটি ভারতীয় বিমান সংস্থার বিমানের জানালার কাঁচে নিজের নাম খোদাই করে দিয়ে এলেন এক যাত্রী।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বিমানের জানালার স্বচ্ছ কাঁচে বড় বড় ইংরেজি হরফে খোদাই করা রয়েছে ‘MANVI K’ (মানবি কে) অথবা ‘MANVI’ (মানবি) নামটি। আশ্চর্যের বিষয় হলো, এই নাম কোনো কালি বা পেনের লেখা নয়, বরং কোনো ধারালো বস্তু দিয়ে কাঁচে গভীরভাবে খোদাই করা হয়েছে। ফলে এটি ঘষে বা মুছে ফেলা একপ্রকার অসম্ভব। এর ফলে বিমানের জানালার স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ছবি সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। অধিকাংশ মানুষই এই কাজকে ‘জাতীয় সম্পদ নষ্ট’ এবং ‘বিকৃত মানসিকতা’র পরিচয় হিসেবে দেখছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিমানে যেখানে কাঁচি বা কোনো ধারালো বস্তু নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে ওই যাত্রী কীভাবে ধারালো কিছু নিয়ে ভেতরে ঢুকলেন? এটি কি তবে বড়সড় কোনো নিরাপত্তা ত্রুটি? অনেকে আবার পরামর্শ দিয়েছেন যে, ওই নির্দিষ্ট সিটে কোন যাত্রী বসেছিলেন, তা যাচাই করলেই অপরাধীকে শনাক্ত করা সম্ভব। এই কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য ওই যাত্রীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy