পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক দুর্দান্ত সুখবর নিয়ে এল রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে ‘বাংলা শস্য বিমা যোজনা’ (BSB) ২০২৫-২৬ রবি মরশুমের জন্য আরও শক্তিশালী করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এই উদ্যোগে কৃষকদের পকেট থেকে এক টাকাও প্রিমিয়াম দিতে হয় না; সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। এসবিআই জেনারেল ইনস্যুরেন্সের মাধ্যমে এই পরিষেবাটি পরিচালিত হচ্ছে।
কোন কোন ফসলে মিলবে সুরক্ষা? ২০২৫-২৬ রবি মরশুমে আলু চাষীদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বোরো ধান, গম, সরষে, ছোলা, মসুর, মটরশুঁটি, মুগ, তিল, চিনাবাদাম, আখ এবং রবি ও গ্রীষ্মকালীন মকাই এই বিমার আওতাভুক্ত। অর্থাৎ, বন্যা, খরা বা পোকার আক্রমণে ফসল নষ্ট হলে কৃষকরা সরাসরি আর্থিক ক্ষতিপূরণ পাবেন।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় নথি: এই যোজনায় সুবিধা পেতে হলে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড এবং কৃষক বন্ধু আইডি (KB ID) থাকা বাধ্যতামূলক। নিজের জমি হোক বা বর্গা জমি—উভয় ক্ষেত্রেই আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ডের স্ব-প্রত্যয়িত কপি, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার ছবি এবং জমির সাম্প্রতিক খতিয়ান বা পরচা জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি (অফলাইন): বর্তমানে এই বিমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে করতে হয়। আবেদনকারীকে ফর্মে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং চাষের জমির পরিমাণ (একরে) নিখুঁতভাবে পূরণ করতে হবে। জমি কোন মৌজায় অবস্থিত এবং কবে ফসল বপন করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ব্যাঙ্কের তথ্য দেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন যাতে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা না হয়।
সবশেষে, পূরণ করা ফর্মটি নির্দিষ্ট আধিকারিকের কাছে জমা দিয়ে রসিদটি সংগ্রহ করুন। এই রসিদটিই ভবিষ্যতে আপনার বিমা দাবির প্রমাণ হিসেবে কাজ করবে। রবি সিজনে ফসলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এখনই এই সরকারি উদ্যোগের সুবিধা নিন।