“বিজেপি জানে কী করে ঠ্যালা দিতে হয়!” যুবভারতী-বিপর্যয়ে প্রতিবাদে শুভেন্দু, গেটে বাধা পেয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা

লিয়োনেল মেসির ‘গোট ট্যুর’ (GOAT Tour) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে নজিরবিহীন কেলেঙ্কারি ও বিশৃঙ্খলা হয়েছে, তার প্রতিবাদে এবার সশরীরে ময়দানে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু।

মমতাকে কড়া আক্রমণ: যুবভারতীর গেটের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চাইছেন, আর ওঁর পুলিশ আমাদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। এখানে লুঠ হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন পুলিশ দিয়ে সব ধামাচাপা দেবেন, কিন্তু সেটা হবে না।”

বিজেপির স্টাইলে হুঁশিয়ারি: বাধা পেয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি আরও চড়া হয়। তিনি সরাসরি বলেন, “কী করে ঠ্যালা আর গুঁতো দিতে হয়, বিজেপি তা খুব ভালো করেই জানে। আমাদের কর্মীদের গায়ে হাত দিলে বা জনগণের স্বার্থে বাধা দিলে আমরা গেট ভেঙে ভেতরে ঢুকতে বাধ্য হব।” তিনি আরও দাবি করেন যে, এই গোটা ঘটনার দায় সরকার এড়াতে পারে না।

শুভেন্দুর ৩টি প্রধান দাবি:

  • তদন্তের স্বচ্ছতা: কেবল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করলেই হবে না, প্রশাসনের কোন আধিকারিকদের মদতে এই বিশৃঙ্খলা হয়েছে তাও খতিয়ে দেখতে হবে।

  • টাকা ফেরত: যেসব সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি বা হেনস্থা হয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

  • জাতীয় লজ্জা: বাংলার ফুটবল ঐতিহ্যের যে সম্মান ধুলোয় মিশেছে, তার বিচার বিভাগীয় তদন্ত চাই।

রাজনৈতিক উত্তেজনা: শুভেন্দুর এই অভিযানের সময় যুবভারতীর বাইরে পুলিশি নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। বিরোধী দলনেতার উপস্থিতিতে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল অবশ্য শুভেন্দুর এই আচরণকে ‘সস্তা প্রচার’ বলে পাল্টা আক্রমণ করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy