“বিজেপির ডিএনএ-তে ষড়যন্ত্র, আর গুরু আরএসএস!” জেপি নাড্ডাকে তুলোধনা ভূপেশ বাঘেলের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাম্প্রতিক মন্তব্যের পাল্টায় তোপ দাগলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। বিজেপির কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, ষড়যন্ত্র করাই বিজেপির স্বভাব এবং তারা এই শিক্ষা পেয়েছে আরএসএস-এর কাছ থেকে। বাঘেলের মতে, অন্যকে আক্রমণ করার আগে জেপি নাড্ডার উচিত নিজের দলের কলঙ্কিত ইতিহাসের দিকে তাকানো।

বাঘেল চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং-এর জমানায় বিজেপির সাথে নকশালদের গভীর সংযোগ ছিল। তিনি দাবি করেন, “বিজেপি জমানায় খোদ ক্যাবিনেট মন্ত্রীদের বাড়িতে এসে ‘হপ্তা’ বা সুরক্ষা কর আদায় করত নকশালরা। ছত্তিশগড়ের সাধারণ মানুষ এই আঁতাতের কথা ভোলেনি।” বাঘেলের মতে, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে সবসময়ই ষড়যন্ত্রমূলক কৌশল অবলম্বন করে, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিচ্ছে।

নাড্ডাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বাঘেল বলেন, দেশের স্বার্থ নিয়ে কথা বলার আগে নাড্ডা যেন রমন সিং সরকারের সময়কার নকশাল তোষণ ও তোলাবাজির ইতিহাস পরিষ্কার করেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে কালিমালিপ্ত করাই বিজেপির আসল কৌশল বলে তিনি কটাক্ষ করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy