‘বিজেপির কথায় পা দেবেন না’, মতুয়া গড়ে দাঁড়িয়ে মোদীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের!

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নতুন করে আশঙ্কার মেঘ জমছে মতুয়া মহলে। ভোটার তালিকায় নাম থাকবে কি না, কিংবা আদেও ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে কি না—এই সব প্রশ্ন এখন তাড়িয়ে বেড়াচ্ছে মতুয়া সম্প্রদায়ের বড় অংশকে। এমনকি সিএএ (CAA) পোর্টালে আবেদন করেও অনেকে এখনও নাগরিকত্বের শংসাপত্র পাননি বলে অভিযোগ। এই উত্তপ্ত আবহে এবার সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির কড়া সমালোচনা করে বলেন, “বিজেপির মুখের কথায় বিশ্বাস করা আর বিপদে পড়া একই। মতুয়াদের বড় ক্ষতি করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর আসলে ‘ড্যামেজ কন্ট্রোল’ ছাড়া আর কিছুই নয়। মতুয়াদের ক্ষোভ প্রশমন করতেই মোদী বারবার বাংলায় আসছেন বলে কটাক্ষ করেছেন কুণাল। একদিকে নাগরিকত্ব পাওয়ার লড়াই, অন্যদিকে রাজনীতির টানাপোড়েন—সব মিলিয়ে মতুয়ারা এখন দোলাচলে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy