বিকশিত ভারতের পথে বড় পদক্ষেপ! ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই ডেটা সেন্টার গড়তে আদানি ইনফ্রাকে জমি হস্তান্তরের অনুমতি

বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে এগিয়ে নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার গুগল ও আদানির যৌথ উদ্যোগে তৈরি হতে চলা এআই হাব (India AI hub)-এর জন্য ৪৮০ একর জমি বরাদ্দ করেছে।

বিশাখাপত্তনম এবং আরও একটি জেলায় রাইডেন ইনফোটেক (Raiden Infotech)-এর ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই ডেটা সেন্টার গড়ে উঠবে। এই বৃহৎ প্রকল্পের জন্যই অন্ধ্রপ্রদেশ সরকার আদানি ইনফ্রা (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে এই জমি বরাদ্দ করেছে।

জমি বরাদ্দ ও চুক্তির বিবরণ:

বরাদ্দ প্রাপ্ত সংস্থা: আদানি ইনফ্রা (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড।

জমির পরিমাণ: ৪৮০ একর।

অবস্থান: বিশাখাপত্তনম এবং আরেকটি জেলায়।

সরকারি অনুমোদন: গত ২ ডিসেম্বর জারি করা সরকারি নির্দেশিকায় জমি হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের ২৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন মেলে।

প্রকল্পের প্রকৃতি ও বিনিয়োগ:

ডেটা সেন্টারের ক্ষমতা: ১ গিগাওয়াট (1 GW data centre project)। সম্পূর্ণ চালু হলে এটি ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে, যা প্রায় মুম্বই শহরের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের অর্ধেকের সমান।

উদ্দেশ্য: এই জমিতে আধুনিক এআই ডেটা সেন্টার তৈরি হবে, যেখানে গুগলের সার্চ, ইউটিউব, ওয়ার্কস্পেসের মতো পরিষেবা চালানোর আন্তর্জাতিক মান বজায় রেখে পরিকাঠামো গড়ে তোলা হবে।

মোট বিনিয়োগ: ধাপে ধাপে ডেটা সেন্টার নির্মাণে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৮৭ হাজার ৫০০ কোটি টাকা।

সরকারি সহায়তা: এই বৃহৎ প্রকল্পের জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদে প্রায় ২২ হাজার কোটি টাকা দেবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

রাইডেন ও আদানির জোট:

গুগলের সহযোগী সংস্থা রাইডেন ইনফোটেক রাজ্য সরকারকে আগেই জানিয়েছিল যে আদানি ইনফ্রা, আদানি কানেক্স, আদানি পাওয়ার, ভারতী এয়ারটেল, নেক্সট্রা ডেটা ও নেক্সট্রা ভিজাগসহ কয়েকটি কোম্পানি তাদের ‘নোটিফাইড পার্টনার’। রাইডেনের অনুরোধে অন্ধ্রপ্রদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন (APIIC) তিনটি জমির প্লট চিহ্নিত করে আদানি ইনফ্রাকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, গুগল আগে এই প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বললেও, এখন তারা সেই পরিমাণ বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলার করছে। তাঁর কথায়, এই বিপুল বিনিয়োগ বিশাখাপত্তনমকে একটি বড় প্রযুক্তি হাবে গড়ে তুলতে সাহায্য করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy