বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত নির্যাতনের ঘটনায় ফের একবার শিউরে উঠছে আন্তর্জাতিক মহল। নবী মহম্মদের অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার আঁচ এবার এসে পড়ল ওপার বাংলাতেও। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে এক নিরীহ যুবকের ওপর এই পাশবিক অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ।
শনিবার উত্তরবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত সংলগ্ন এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। হিন্দু জাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা এই মিছিলে সামিল হয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, ওপার বাংলায় পরিকল্পিতভাবে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং ভিত্তিহীন ধর্মীয় অজুহাতে তাঁদের ওপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে।
চ্যাংড়াবান্ধার এই মিছিল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, সনাতন ধর্মাবলম্বীদের ওপর এই ধরনের নৃশংসতা আর সহ্য করা হবে না। দীপু দাসের ওপর হওয়া এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে এদিন সীমান্তে দীর্ঘক্ষণ স্লোগান ও বিক্ষোভ চলে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।