বাঁকুড়ায় রাজ্য সড়কে ধোঁয়ার তাণ্ডব! ১০০ মিটার রাস্তা কার্যত ‘অদৃশ্য’, বড় দুর্ঘটনার আশঙ্কা

বাঁকুড়া জেলার বড়জোড়ার চূনাপাড়া এলাকায় রাজ্য সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। রাস্তার বেহাল দশার কারণ কোনো খানাখন্দ নয়, বরং ঘন কালো ধোঁয়া। রাস্তার ধারের ঝোপঝাড় ও জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেওয়ায় মঙ্গলবার সকালে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। এর জেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল কার্যত বিপজ্জনক হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০০ মিটার এলাকাজুড়ে রাজ্য সড়কটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। বাঁকুড়া–দুর্গাপুর রুটের মতো এই ব্যস্ত রাস্তায় প্রতিদিন প্রচুর ভারী যানবাহন ও প্রাইভেট গাড়ি চলাচল করে। ধোঁয়ার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসায় চালকরা দিশেহারা হয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, অসচেতনভাবে জঙ্গলে আগুন দেওয়ার ফলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পরিবেশ দূষণের পাশাপাশি এই প্রাণঘাতী পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy