নতুন বছর শুরুর আগেই জয়নগরবাসী পেতে চলেছে দীর্ঘস্থায়ী পেভার ব্লকের রাস্তা, যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিশা দেখাবে। দক্ষিণ বারাসাত অটোস্ট্যান্ড থেকে ময়দা কালীবাড়ি পর্যন্ত যে প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল, এবার সেই দুর্ভোগের দিন শেষ হতে চলেছে।
দীর্ঘদিন ধরে এই রাস্তাটির একাধিকবার মেরামত করা হলেও বর্ষাকালে জল জমে তা দ্রুত ভেঙে যেত, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হতো। পুরোনো বিটুমিনাসের রাস্তার স্থায়িত্ব কম হওয়ায় এই সমস্যা বারবার ফিরে আসত।
পেভার ব্লকে ১৫ কিমি দীর্ঘ রাস্তা:
এই সমস্যার স্থায়ী সমাধান করতে জনস্বাস্থ্য কারিগরি দফতর (PWD) পুরোনো বিটুমিনাসের রাস্তার পরিবর্তে পেভার ব্লক বসানোর কাজ শুরু করেছে। এই ধরনের ব্লক রাস্তা স্থায়িত্বে অনেক বেশি মজবুত হয় এবং বর্ষার জল জমার সমস্যা দূর করে।
এই প্রকল্পটি মোট ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। বর্তমানে ময়দা কালীবাড়ি থেকে গৌড়হাট হাট ব্রিজ পর্যন্ত কাজের একটি বড় অংশ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই গুরুত্বপূর্ণ কাজের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
জয়নগরের স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে এই কাজ হওয়ায় এলাকাবাসী অত্যন্ত খুশি। তিনি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ রাস্তায় নতুন দিশা দেখাবে। রাস্তা খারাপ হওয়ার সমস্যা দূর হলে সকলে খুবই উপকৃত হবেন।”
নতুন পেভার ব্লকের রাস্তা তৈরি হওয়ায় আশা করা হচ্ছে, জয়নগরবাসীর দুর্ভোগের দিন শেষ হবে এবং নববর্ষের আগে তাঁরা সত্যিই এক স্থায়ী ও মূল্যবান উপহার হাতে পাবেন।