বড়দিনে জঙ্গল সাফারি! ম্যাজিক শো থেকে জিভে জল আনা ভুনা ডাক— ক্রিসমাসে বদলে গেল মানি স্কোয়্যার

কলকাতায় বড়দিন মানেই আলোর রোশনাই আর জিভে জল আনা খাবারের উৎসব। সেই উৎসবের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মানি স্কোয়্যার মলের জনপ্রিয় থিম রেস্তোরাঁ ‘জঙ্গল সাফারি’ (স্পেশালিটি গ্রুপ) আয়োজন করেছে এক বর্ণাঢ্য ‘ক্রিসমাস কার্নিভাল’-এর। জঙ্গল থিমে সাজানো এই রেস্তোরাঁয় বড়দিনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আনন্দময়।

খুদেদের জন্য কী কী থাকছে? রেস্তোরাঁটি শিশুদের জন্য সেজে উঠেছে এক অন্য রূপ। কার্নিভালের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জাদুকরী ম্যাজিক শো, কথা বলা পুতুলের আসর বা ভেন্ট্রিলোকুইজম এবং রঙ-বেরঙের বেলুন ফাটানোর গেম। সঙ্গে থাকছে জোকারের মজার সব কারসাজি, যা খুদেদের বড়দিনকে করবে স্মরণীয়।

জিভে জল আনা মেনু: ভোজনরসিকদের জন্য জঙ্গল সাফারি সাজিয়েছে এক বিশেষ রাজকীয় মেনু। তালিকায় রয়েছে

সিগনেচার ডিশ: জিভে লেগে থাকার মতো ‘ভুনা ডাক’ (Bhuna Duck) এবং সমৃদ্ধ স্বাদের ‘লবস্টার মশালা’।

মেন কোর্স: মোগলাই ঐতিহ্যের ‘নিহারি গোস্ত’ এবং সুস্বাদু ‘গোলকোন্দা মুরগ টিক্কি’।

মিষ্টি মুখ: ভোজ শেষ করার জন্য থাকছে হায়দরাবাদি ঘরানার রাজকীয় ‘ডবল কা মিঠা’।

শহরের যান্ত্রিকতার মাঝে জঙ্গলের আমেজে বড়দিনের এই কার্নিভাল ভোজনরসিক এবং পরিবারগুলোর জন্য হতে চলেছে এক অনন্য গন্তব্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy