বছরের শুরুতেই ব্যাঘ্রশুমারি, গরুমারা, চাপরামারি ও নেওড়াভ্যালির জঙ্গলে বাঘ গণনার প্রস্তুতি, ব্যবহৃত হবে শতাধিক ট্র‍্যাপ ক্যামেরা

নতুন বছরের শুরুতেই রাজ্যের বনাঞ্চলে বাঘের সঠিক সংখ্যা ও গতিবিধি জানতে বড় উদ্যোগ নিতে চলেছে বন দফতর। আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ব্যাঘ্রশুমারি (Tiger Census)। গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত তিনটি গুরুত্বপূর্ণ জঙ্গল—গরুমারা, চাপরামারি এবং পাহাড়ি নেওড়াভ্যালির সুবিশাল এলাকা জুড়ে এই গণনা প্রক্রিয়া চলবে। বনকর্মীদের পাশাপাশি, বাঘের গতিবিধি অনুসরণ করতে ব্যবহার করা হবে শতাধিক ট্র‍্যাপ ক্যামেরা।

নেওড়াভ্যালির দুর্গমতা ও বাঘের অস্তিত্ব

সমতল থেকে প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ১৫৯.৮৯ বর্গ কিলোমিটার বিস্তৃত নেওড়াভ্যালির জঙ্গল এই গণনার মূল আকর্ষণ। বন দফতর সূত্রে খবর, ২০১৭ সাল থেকে এই পর্যন্ত সাত বারেরও বেশি এই পাহাড়ি জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।

নেওড়াভ্যালির জঙ্গলের সঙ্গে সিকিম, নেপাল এবং ভুটানের জঙ্গলগুলির যোগসূত্র রয়েছে। বন দফতরের আধিকারিকদের আশা, একটি বা দুটি নয়, বেশ ভালো সংখ্যায় বাঘের অস্তিত্ব রয়েছে দুর্গম এই পাহাড়ি অঞ্চলে। গণনাকালে এই বাঘদের অবস্থান ও গতিবিধি সবই বিস্তারিতভাবে দেখা হবে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে দেড় মাস ধরে চলবে এই ব্যাঘ্রশুমারি।

ক্যামেরাবন্দি হওয়ার ইতিহাস

নেওড়াভ্যালিতে বাঘের প্রথম সরকারি উপস্থিতি নজরে আসে ২০১৭ সালের জানুয়ারিতে। স্থানীয় যুবক আনমোল ছেত্রী লাভা থেকে পেদং যাওয়ার রাস্তায় নিজের মোবাইল ক্যামেরায় প্রথম রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলে বনমহলে চাঞ্চল্য সৃষ্টি করেন। এরপর ২০১৭ সালের ২৩ জানুয়ারি বন দফতর প্রথম সরকারিভাবে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘকে নজরবন্দি করে।

পরবর্তী বছরগুলিতেও একাধিকবার বাঘের উপস্থিতি ধরা পড়েছে—২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ সালের ৫ জানুয়ারি, ২০২০ সালের ১৩ জানুয়ারি। মাঝে এক বছর দেখা না দিলেও, ২০২২ সালের ২৮ অক্টোবর এবং ২০২৩ সালের জানুয়ারি মাসেও ক্যামেরাবন্দি হয় বাঘের ছবি। ২০২৪ সালেও নেওড়ার জঙ্গলে একাধিকবার রয়্যাল বেঙ্গল টাইগার ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে।

এই গণনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় পদ্ধতিকেই কাজে লাগানো হবে, যার মাধ্যমে সমতলের সংরক্ষিত বনাঞ্চল এবং দুর্গম পাহাড়ি এলাকার বাঘের সঠিক তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy