বঙ্গ রাজনীতিতে মহাপ্রলয়ের ইঙ্গিত? অমিত শাহের পা রাখতেই দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই আবহে সোমবার বিজেপি নেতা দিলীপ ঘোষ এক বিস্ফোরক মন্তব্য করে দাবি করেছেন, রাজ্যের মানুষ এবার বড়সড় পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী নির্বাচন বাংলার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে রাজ্যে বিজেপির শক্ত অবস্থানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ঘোষ।

দিলীপ ঘোষের মতে, অমিত শাহের ধারাবাহিক সফর এবং কর্মীদের পাশে দাঁড়ানোর মানসিকতাই আজ বাংলায় বিজেপিকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। তিনি বলেন, “যখনই বাংলার কর্মীরা বিপদে পড়েছেন বা মনোবল হারিয়েছেন, অমিত শাহ নিজে এসে হাল ধরেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বেই কর্মীরা আজ লড়ার শক্তি পাচ্ছেন। এবার নির্বাচন ঘোষণা হতেই তিনি ফের ময়দানে নেমেছেন কর্মীদের চাঙ্গা করতে।”

শাহের ৩ দিনের মেগা কর্মসূচি ও রুদ্ধদ্বার বৈঠক দলীয় সূত্রে খবর, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই একটি হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। এরপরই শুরু হবে আসল খেলা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা বা রোডম্যাপ তৈরি করতে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন তিনি। দিনভর সাংগঠনিক সভার পর রাতে কলকাতার আরএসএস (RSS) নেতৃত্বের সঙ্গেও তাঁর একটি গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরের শেষ দিন অর্থাৎ বুধবার (৩১ ডিসেম্বর) সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুরনিগম এলাকার কয়েক হাজার নেতা-কর্মীর সঙ্গে সরাসরি কথা বলবেন শাহ। এছাড়া রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের নিয়ে আলাদা বৈঠকের সম্ভাবনাও প্রবল। রাজনীতির পাশাপাশি বাঙালির মন জিততে সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান, সিস্টার নিবেদিতার বাড়ি পরিদর্শন এবং ইসকন মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

মিশন ২০২৬: শাহের বার্তার অপেক্ষায় বঙ্গ বিজেপি সম্প্রতি কুয়াশার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বাতিল হওয়ায় কর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল। ঠিক দশ দিনের মাথায় শাহের এই ঝটিকা সফর সেই খামতি পূরণ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক, অন্যদিকে ‘মিশন ২৬’— এই দুই সাঁড়াশু সাড়াঁশি চাপের মুখে দাঁড়িয়ে শাহ রাজ্য নেতাদের ঠিক কী কড়া দাওয়াই দেন, এখন সেটাই দেখার। ৩ দিনের সফর শেষে বুধবার রাতেই দিল্লি ফিরবেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy