বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে ওপার বাংলার রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়ে দিলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমেরিকার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বিস্ফোরক দাবি করেছেন যে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি “ইসলামী শাসনব্যবস্থা” প্রতিষ্ঠার চেষ্টা করছে। জয়ের মতে, এই পরিস্থিতি কেবল বাংলাদেশের জন্য নয়, ভারতের জাতীয় নিরাপত্তার জন্যও এক বিরাট অশনিসংকেত।
আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে জয় বলেন, “একটি আদেশে ৪০ শতাংশ ভোট পাওয়া দলকে মুছে ফেলা অসম্ভব। লক্ষ লক্ষ সমর্থক আমাদের সঙ্গে আছেন এবং আমরা দ্রুত ফিরে আসব।” ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বাড়তে থাকা চরমপন্থী কার্যকলাপ নিয়ে যখন দিল্লি উদ্বিগ্ন, ঠিক তখনই জয়ের এই মন্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। তাঁর দাবি, হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে আসলে উগ্র মৌলবাদী শক্তির জন্য পথ প্রশস্ত করা হচ্ছে, যার প্রভাব পড়বে সরাসরি ভারতের ওপর।