ফুলহার নদী থেকে উদ্ধার মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রীর দেহ, ঘনীভূত হচ্ছে রহস্য

সোমবার সকালে মালদহের মানিকচক থানার অন্তর্গত ভুতনি ব্রিজে এক ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, মানিকচক কলেজের প্রথম বর্ষের এক ২০ বছর বয়সী ছাত্রী ব্রিজের ওপর থেকে ফুলহার নদীতে ঝাঁপ দেন। মৃত ছাত্রীর বাড়ি ভুতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পুলিনটোলা গ্রামে।

কী ঘটেছিল? পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই ছাত্রী প্রতিদিনের মতো কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু ক্লাসে না গিয়ে তিনি সটান পৌঁছান ভুতনি ব্রিজে এবং সেখান থেকেই নদীতে ঝাঁপ দেন। স্থানীয় মৎস্যজীবীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত জলে নেমে তাঁকে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের তদন্ত: ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মাত্র ২০ বছর বয়সে কেন ওই ছাত্রী এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কোনো মানসিক চাপ, পারিবারিক সমস্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy