নতুন দল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় বিতর্কে জড়ালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। সোমবার বেলডাঙায় ঘটা করে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবারই সিদ্ধান্ত বদলে নিশার প্রার্থীপদ বাতিলের কথা জানান হুমায়ুন। কারণ হিসেবে উঠে এসেছে নিশার কিছু ভাইরাল ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট।
হুমায়ুন কবীরের দাবি, নিশা চট্টোপাধ্যায়ের সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও তাঁর দলের আদর্শ ও সংস্কৃতির পরিপন্থী। তিনি বলেন, “ব্যক্তিগত জীবনে কেউ কী করবেন সেটা তাঁর বিষয়, কিন্তু পবিত্র বিধানসভায় যাওয়ার জন্য এমন কাউকে প্রার্থী করা ঠিক হবে না যাতে মানুষ আমাকে ভুল বোঝে।” হুমায়ুনের অভিযোগ, তৃণমূলের আইটি সেল পরিকল্পিতভাবে নিশার ছবি ও ভিডিও ভাইরাল করেছে, যার ফলে এই কঠোর সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন।
অন্যদিকে, এই সিদ্ধান্তে হতাশ হলেও হুমায়ুনের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন নিশা চট্টোপাধ্যায়। জনৈক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও সমাজসেবী নিশা জানান, হুমায়ুন নিজেই তাঁকে দলে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিশা বলেন, “নাম ঘোষণা এবং প্রত্যাহার—উভয় ক্ষেত্রেই আমি হতাশ। তবে ওঁর নতুন দলের সাথে সমাজসেবা করতে চেয়েছিলাম।” প্রার্থীপদ হারাত হলেও ব্যক্তিগত স্তরে তিনি হুমায়ুনের পাশেই থাকছেন বলে জানিয়েছেন।