প্রভাসের ‘দ্য রাজা সাব’ মুক্তির তারিখ পেছানোর আসল কারণ ফাঁস,প্রযোজকের গুরুতর অভিযোগ, “ভিএফএক্স সুপারভাইজার টাকা হাতানোর ফন্দি আঁটছিল”

প্রভাস অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘দ্য রাজা সাব’-এর বারবার মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন প্রযোজক টিজি বিশ্ব প্রসাদ। চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও, তা এখন পিছিয়ে ২০২৬ সালের ৯ জানুয়ারি ধার্য হয়েছে। এই বিলম্বের কারণে সামাজিক মাধ্যমে টিমের প্রতি বিপুল ক্ষোভ সৃষ্টি হয়েছিল।

‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’-এর ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক টিজি বিশ্ব প্রসাদ সম্প্রতি একটি সাক্ষাত্কারে (NTV-কে) প্রকাশ করেছেন যে, সিনেমাটির মুক্তির বারবার বিলম্বের জন্য এক ভিএফএক্স সুপারভাইজারই দায়ী।

 

“টাকা হাতানোর ফন্দি” এবং কাজের অবহেলা

 

বিশ্ব প্রসাদ অভিযোগ করেন যে, ঐ ভিএফএক্স সুপারভাইজার তার কাজ সময় মতো শেষ না করে এবং প্রযোজনা সংস্থার কাছ থেকে ‘টাকা হাতানোর ফন্দি (extortion)’ করে টিমের জন্য বড় সমস্যার সৃষ্টি করেছেন।

তিনি বলেন, “আমি এমন কয়েকজনের নাম নিতে পারি যারা আমাদের সত্যিই সমস্যায় ফেলেছিল। ‘কার্তিকেয়া ২’-এর জন্য আমি একজনের নাম আগেই নিয়েছি, এবং ‘দ্য রাজা সাব’-এর জন্য আরেকজন, যিনি সত্যিই টাকা হাতানোর ফন্দি এঁটেছিলেন। আমাদের সিনেমাটি এপ্রিলে (২০২৫) আসার কথা ছিল, কিন্তু তিনি অক্টোবর (২০২৪) পর্যন্ত কোনো কাজই করেননি। আর সেই কারণে আমাদের সিনেমা পিছিয়ে দিতে হয়েছে।”

যদিও প্রযোজক ওই সুপারভাইজারের নাম উল্লেখ করেননি, তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ধারণা করছেন যে তিনি কমল কান্নানের কথা বলছেন।

 

রাজামৌলির সিনেমা থেকেও বরখাস্ত!

 

প্রযোজক আরও দাবি করেন, একই ব্যক্তিকে এসএস রাজামৌলির আসন্ন সিনেমা ‘এসএসএমবি২৯’-এর জন্য নিয়োগ করা হয়েছিল। তবে কাজের প্রতি তাঁর অবহেলার কারণে রাজামৌলিও তাঁকে বরখাস্ত করেছেন।

বিশ্ব প্রসাদের কথায়, “তিনি একটি শটেও কাজ করেননি এবং কেবল তার দল ও সহযোগীদের মাসিক ফি নিচ্ছিলেন। যখন পরিচালক তাঁকে কিছু বলতেন, তখন তিনি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিতেন। এই ব্যক্তির এমন অভ্যাস আছে। তিনি সম্প্রতি রাজামৌলির ছবি থেকেও বিতাড়িত হয়েছেন।”

প্রযোজক আরও ইঙ্গিত দেন যে ঐ ভিএফএক্স সুপারভাইজার ‘দ্য রাজা সাব’-এর কাজ ফেলে আল্লু অর্জুনের বড় সিনেমা ‘পুষ্পা ২’-এর মতো অন্যান্য বড় ছবিতে বেশি মন দিয়েছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, “একদিন আমি তাঁকে দেখাব, তাঁর এই ফন্দির মাশুল কত হয়!”

মারুতি পরিচালিত ‘দ্য রাজা সাব’ একটি হরর কমেডি সিনেমা। এতে প্রভাসের পাশাপাশি সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালাভিকা মোহানন এবং ঋদ্ধি কুমার অভিনয় করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy