ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। রবিবার মুম্বইয়ে হরমনপ্রীত কৌর-এর নেতৃত্বে এই জয়ের অন্যতম প্রধান কারিগর হলেন বঙ্গতনয়া রিচা ঘোষ। ২২ বছর বয়সী এই উইকেট কিপার-ব্যাটারের ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রিচার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে বড় প্রত্যাশা প্রকাশ করেছেন তাঁর ছোটবেলার কোচ তপন ভাওয়াল।
🌟 রিচাকে নিয়ে কোচের বড় আশা
রিচার ছোটবেলার কোচ তপন ভাওয়াল ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর বিশ্বাস— ভবিষ্যতে রিচাই হবেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।
তিনি বলেন,
“ছোটবেলা থেকেই ব্যাট হাতে অনবদ্য ছিল রিচা। আমার মনে হয় ছেলেদের সঙ্গে খেলেই ও আরও বেশি পারদর্শী হয়েছে। খুব শান্ত ধীর স্থির প্রকৃতির মেয়ে রিচা। আগামীদিনে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হবেন রিচা ঘোষ, এমনটাই আশা প্রকাশ করছি।”
🏏 ছেলেদের সঙ্গে অনুশীলন, পরে হলেন কিপার
কোচ তপন ভাওয়াল রিচার খেলার শুরুর দিকের কিছু অজানা তথ্য তুলে ধরেছেন। রিচার ভারতীয় দলে জায়গা পাওয়ার যাত্রাটা মোটেও সহজ ছিল না।
শুরুর চ্যালেঞ্জ: শিলিগুড়ি বা উত্তরবঙ্গে সেভাবে মেয়েদের জন্য আলাদা ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র বা ক্যাম্প না থাকায় রিচা তাঁর বাবার হাত ধরে শিলিগুড়ি কলেজ মাঠে বাঘাযতীন ক্রিকেট অ্যাকাডেমিতে ছেলেদের সঙ্গেই অনুশীলন করতেন।
ভূমিকায় পরিবর্তন: রিচা প্রথম থেকেই উইকেট কিপার ছিলেন না। খেলার শুরুতে অর্থাৎ জেলা বা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত তিনি ব্যাটের পাশাপাশি বলও করতেন। উইকেট কিপার হিসেবে তিনি অনেক পরে নিজেকে প্রস্তুত করেছেন।
মানসিকতা: কোচের মতে, রিচা সব সময় একটি কথাই বলতেন— ‘মাইন্ডসেট’ (মানসিকতা) খুব জরুরি।
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ তাঁর মেয়ের মধ্যে ট্যালেন্ট রয়েছে, তা জানতে দেরি করেননি। তাঁর বিশেষ নজর এবং রিচার কঠোর পরিশ্রমের ফলেই জেলার দল, তারপর বাংলা দল, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল এবং সবশেষে উইমেন প্রিমিয়ার লিগ (WPL) হয়ে জাতীয় দলে রিচা নিজের জায়গা পাকা করে নিয়েছেন।
🥳 উত্তরবঙ্গ জুড়ে উৎসব
রিচার বিশ্বজয়ে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের উঠতি খেলোয়াড়রা স্বপ্ন দেখতে শুরু করেছে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব ভাস্কর দত্ত মজুমদার বলেন, “আমরা আমাদের খুশি ভাষায় বোঝাতে পারব না। রিচা শিলিগুড়ির নাম গোটা দেশে উজ্জ্বল করেছে।”
রিচার একসময়কার সতীর্থ শিঞ্জিনি সরকার বলেন, “দিদি দারুণ খেলেছে। আমরা দিদিকে নিয়ে খুব গর্বিত। আমাদেরও আশা আমরা দিদির মতো দেশের হয়ে খেলব।”