দুর্বল সড়ক যোগাযোগ এবং প্রত্যন্ত অঞ্চলে উপযুক্ত রোগী পরিবহনের অভাবের সমস্যা দূর করতে এক জনসেবামূলক উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কলকাতা সার্কেল। দরিদ্র ও গ্রামীণ মানুষের প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা দিতে হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন নেত্রালয়কে (চক্ষু হাসপাতাল ও গবেষণা কেন্দ্র) একটি অ্যাম্বুলেন্স দান করা হয়েছে।
এই অ্যাম্বুলেন্সটি প্রত্যন্ত গ্রামের মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সুবিধা সহজে পৌঁছে দিতে সাহায্য করবে।
অ্যাম্বুলেন্সটির যাত্রা সূচনা করেন এসবিআই কলকাতা সার্কেলের জেনারেল ম্যানেজার সনাতন মিশ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার বিস্ময় কিশোর এবং অন্যান্য আধিকারিকবৃন্দ। এছাড়া, হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশনের স্বামী বিবেকাত্মানন্দ মহারাজও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এসবিআই-এর এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসবিআই কলকাতা সার্কেলের এই পদক্ষেপটি স্বাস্থ্য পরিষেবার অভাব থাকা এলাকায় মানুষের কাছে চিকিৎসা পরিষেবা নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।