প্রতিরক্ষা সংস্থায় বিপুল চাকরি, DRDO-তে $764$ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন $1.12$ লক্ষ টাকা পর্যন্ত! শুরু হয়েছে আবেদন

দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (DRDO) কাজ করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য এলো বড় সুখবর। সংস্থাটি সম্প্রতি বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট (CEPTAM) নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেশজুড়ে এই কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

কোন কোন পদে নিয়োগ?

বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণা সংস্থায় মোট $764$ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে দুটি প্রধান ভাগে:

  1. সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এসটিএ)-বি (Senior Technical Assistant ‘B’ – STA-B)

    • বিভাগ: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, মনোবিদ্যা-সহ বিভিন্ন বিভাগে সুযোগ মিলবে।

    • বেতন কাঠামো: নিযুক্তদের মাসিক বেতন হবে $35,400$ টাকা থেকে $1,12,400$ টাকা পর্যন্ত।

  2. টেকনিশিয়ান-এ (Technician ‘A’)

    • ট্রেড: বুক বাইন্ডার, কার্পেন্টার, সিএনসি অপারেটর, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান-সহ বিভিন্ন ট্রেডে কাজের সুযোগ পাওয়া যাবে।

    • বেতন কাঠামো: মাসিক বেতনক্রম হবে $19,900$ টাকা থেকে $63,200$ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন করার শেষ তারিখ হলো ১ জানুয়ারি। এই নিয়োগের পরীক্ষা দেশের বিভিন্ন শহরে কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT)-এর মাধ্যমে নেওয়া হবে।

পাশাপাশি BECIL-এ চুক্তিভিত্তিক ম্যানেজার নিয়োগ

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultants India Limited – BECIL)-এ চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে ‘প্রজেক্ট ম্যানেজার’ পদে একজনকে নিয়োগ করা হবে।

  • বেতন: প্রতি মাসে $45,000$ টাকা।

  • কর্মস্থল: নয়ডা।

  • শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই।

  • বয়স: প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্যের জন্য ডিআরডিও (DRDO) এবং বেকেল (BECIL)-এর মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy