অস্বাভাবিক মৃত্যু বা কোনো দুর্ঘটনার পর ময়নাতদন্তের রিপোর্ট পেতে সাধারণ মানুষকে এতদিন যে দীর্ঘ প্রতীক্ষা ও ভোগান্তির শিকার হতে হতো, তার অবসান ঘটতে চলেছে। নাগরিক পরিষেবা আরও সহজ ও দ্রুত করতে কলকাতা পুলিশের তরফে চালু করা হলো এক বিশেষ অনলাইন পোর্টাল। এখন থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেই সরাসরি পোস্টমর্টেম রিপোর্ট ডাউনলোড করা যাবে।
কোন ওয়েবসাইটে মিলবে রিপোর্ট? পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, wbpmr.kolkatapolice.org—এই নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিলেই মিলবে বিস্তারিত রিপোর্ট। এর ফলে বারবার থানায় বা মর্গে যাওয়ার প্রয়োজন পড়বে না।
রিপোর্ট ডাউনলোডের সহজ পদ্ধতি:
প্রথমে wbpmr.kolkatapolice.org পোর্টালে যান।
হোম পেজে থাকা ‘Download PM Report’ অপশনে ক্লিক করুন।
নিজের মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে একটি ওটিপি (OTP) আসবে।
ওটিপি ভেরিফাই করার পর জেলা, মর্গের ঠিকানা, পিএম নম্বর এবং তারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে রিপোর্ট।
পুলিশ প্রশাসনের এই ডিজিটাল পদক্ষেপের ফলে সাধারণ মানুষের সময় বাঁচবে এবং সরকারি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে নাগরিক পরিষেবাকে আমজনতার দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।