পেশা যাই হোক, ‘এক নম্বরই’ হতেন! ছাত্র হিসেবেও চমকে দিলেন শাহরুখ খান, ভাইরাল হলো ১২ ক্লাসের মার্কশিট

বলিউডের বাদশা শাহরুখ খান সবসময়ই বলে এসেছেন, তিনি যা-ই করুন না কেন, তিনি হবেন ‘এক নম্বর’। কারণ “আই অ্যাম দ্য বেস্ট”—এই মূল মন্ত্রই তাঁর জীবনের চালিকাশক্তি। অভিনয় করার ইচ্ছা তাঁর মনে ছিলই, তবে একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যদি তিনি সিনেমায় না আসতেন, তবে হয় তিনি বিজ্ঞাপন জগতে চাকরি করতেন, কিংবা লেখক হতেন।অভিনেতা হিসেবে বলিউডের বক্স অফিসে ঝড় তোলার আগে, ছাত্র হিসেবেও শাহরুখ যে বাজিমাত করেছিলেন, তার প্রমাণ সম্প্রতি ভাইরাল হওয়া তাঁর ১২ ক্লাসের মার্কশিটে পাওয়া গেল।ছাত্র হিসেবে ‘বাদশা খান’ছোটবেলা থেকেই পড়াশুনোয় ভালো ছিলেন শাহরুখ। সায়েন্সের তুলনায় তাঁর আগ্রহ বেশি ছিল ইংরেজি সাহিত্য এবং ইতিহাসে। দ্বাদশ শ্রেণির পর স্নাতক পড়ার জন্য তিনি দিল্লির নামকরা হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে অনার্স করেছিলেন।সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের সেই ১২ ক্লাসের নম্বর, যা তিনি কলেজে ভর্তি হওয়ার ফর্মে জমা দিয়েছিলেন। সেই ভাইরাল হওয়া মার্কশিট অনুযায়ী, ছাত্র হিসেবেও শাহরুখের নম্বর ছিল নজরকাড়া:বিষয়মোট নম্বরপ্রাপ্ত নম্বরইলেকটিভ ইংলিশ (Elective English)১০০৯২অঙ্ক (Mathematics)১০০৭৮পদার্থবিদ্যা (Physics)১০০৭৮ইংরেজি (English)১০০৫১অভিনয় জীবনের শুরুনয়ের দশকে টিভি ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন শাহরুখ খান। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় ব্রেক পান। প্রথম ছবি থেকেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর একের পর এক সুপারহিট ছবি দিয়ে তিনি বলিউডে ‘কিং যুগ’ নিয়ে আসেন এবং আপামর ভারতীয়দের কাছে বলিউডের বাদশাতে পরিণত হন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy