পুরুলিয়া পর্যটনে নতুন পালক! শহরের প্রাণকেন্দ্রে চালু হলো ‘ঝুমুর অতিথি নিবাস’, অবিশ্বাস্য স্বল্প মূল্যে থাকার সুবিধা

জঙ্গলমহলের মুকুট পুরুলিয়া জেলা এমনিতেই রাজ্য পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবার এই পর্যটনের মরশুমে জেলার মুকুটে জুড়ল নতুন পালক। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় ব্যাঙ্কের উদ্যোগে পুরুলিয়া শহরে সরকারিভাবে সূচনা হলো অত্যাধুনিক ‘ঝুমুর অতিথি নিবাস’-এর।শহরের প্রাণকেন্দ্রে, এসপি অফিসের ঠিক পিছন দিকেই নবনির্মিত এই ঝাঁ চকচকে অতিথি নিবাসটি চালু হওয়ায় জেলার পর্যটনকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।💸 কত খরচ, কী সুবিধা?পর্যটকদের কথা মাথায় রেখে এই অতিথি নিবাসে অত্যন্ত স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। সরকারি উদ্যোগে তৈরি হওয়ায় এখানকার ভাড়া বেসরকারি হোটেলের তুলনায় অনেকটাই কম:থাকার ব্যবস্থামূল্য (প্রতি রাত)AC ডবল বেড₹৯০০ থেকে শুরুনন-AC ডবল বেড₹৭০০AC ডরমেটরি₹৪০০নন-AC ডরমেটরি₹৩০০পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক লিমিটেডর স্পেশ্যাল অফিসার মইনুল হাসান জানান, পুরুলিয়ার মানুষের সঙ্গে একাত্মবোধ তৈরি করতেই এই অতিথি নিবাসের নাম রাখা হয়েছে ‘ঝুমুর’।🎁 বিশেষ ছাড় ও পরিষেবাপর্যটকদের পাশাপাশি বিশেষ কিছু শ্রেণির জন্য এখানে অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে:রাজ্য সরকারের কোনও কর্মী।ক্যান্সার আক্রান্ত বা টিবি আক্রান্ত রোগী।এই ধরনের অতিথিদের জন্য ভাড়ার উপর ২০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ভবিষ্যতে এখানে ক্যান্টিনের পরিষেবাও চালু করা হবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।📞 কীভাবে বুকিং করবেন?’ঝুমুর অতিথি নিবাস’-এ অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই বুকিং করার সুবিধা রয়েছে।ফোন বুকিং: আগ্রহী পর্যটকেরা এই নম্বরগুলিতে ফোন করে বুক করতে পারেন:92309926889230992703ইমেল বুকিং: purulia.wbscardb@gmail.com এই মেইল আইডিতে ইমেল করেও বুকিং করা সম্ভব।পরবর্তী ধাপে সম্পূর্ণ অনলাইন বুকিং ব্যবস্থাও চালু করা হবে।পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক লিমিটেডের পুরুলিয়া জেলা ম্যানেজার গৌতম গাঙ্গুলী বলেন, শহরের প্রাণকেন্দ্রে এই অতিথি নিবাস তৈরি হওয়ায় পর্যটকেরা খুবই উপকৃত হবেন এবং জেলার পর্যটন এতে আরও বেশি প্রসার লাভ করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy