পুতিনের দিল্লি সফরে চূড়ান্ত হতে পারে ব্রহ্মোস এনজি চুক্তি; আরও দ্রুত, আরও মারাত্মক ক্ষেপণাস্ত্র হাতে পেতে চলেছে ভারত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (শুক্রবার) দুইদিনের সফরে দিল্লিতে পা রাখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হতে পারে, যার দিকে গোটা বিশ্বের কৌতূহলী দৃষ্টি রয়েছে।আলোচনার কেন্দ্রে ব্রহ্মোস NG:এই বৈঠকের কেন্দ্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নবতর সংস্করণ ব্রহ্মোস এনজি (নেক্সট জেনারেশন) নিয়ে আলোচনা।ব্রহ্মোসের গুরুত্ব: ‘অপারেশন সিঁদুরে’ (পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ধ্বংসের অভিযান) এই ক্ষেপণাস্ত্রের সাফল্য আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ভারতের সামরিক শক্তিতে ব্রহ্মোস দীর্ঘদিন ধরেই একটি নির্ভরযোগ্য হাতিয়ার।ব্রহ্মোস এনজি-এর বৈশিষ্ট্য: নতুন সংস্করণটি আরও দ্রুতগামী, আরও মারাত্মক এবং আকারে ছোট হবে।বৈশিষ্ট্যব্রহ্মোস এনজি-এর সম্ভাব্য তথ্যগতিপ্রায় ৪,৩২২ কিমি প্রতি ঘণ্টাআকার ও ওজনআগের সংস্করণের তুলনায় আরও ছোট ও হালকাবহন ক্ষমতা (ফাইটার জেট)একসঙ্গে ৬ থেকে ৭টি ক্ষেপণাস্ত্র বহন করা যাবেশক্তিতে বৃদ্ধিভারতীয় আকাশসেনার আঘাত করার ক্ষমতা বহুগুণ বাড়াবেSU-57 এবং S-400 নিয়ে আলোচনা:ব্রহ্মোস ছাড়াও বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে:SU-57 যুদ্ধবিমান: বৈঠকে রাশিয়ার প্রস্তাবিত SU-57 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। ভারত বর্তমানে উপযুক্ত ফাইটার জেটের খোঁজে বিভিন্ন আন্তর্জাতিক প্রস্তাব খতিয়ে দেখছে, তাই এই বিষয়ে অগ্রগতি আশা করা হচ্ছে।অতিরিক্ত S-400: অতিরিক্ত S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারেও আলোচনা এগোতে পারে। ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় বায়ুসুরক্ষায় S-400 অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।ইউক্রেন সংঘাত:দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই নেতা রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধ নিয়েও মতবিনিময় করবেন। গত আড়াই বছর ধরে চলা এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত বরাবরই আলোচনা ও কূটনৈতিক পথকেই প্রধান বলে উল্লেখ করে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, এই শীর্ষ বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক ভূরাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ বার্তা মিলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy