পিআইএ-র রাশ কি সেনার হাতে? IMF-এর চাপে পাকিস্তান এয়ারলাইন্স বিক্রি, নিলামে নামল ফৌজি ফাউন্ডেশন

আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF)-এর ঋণ পেতে মরিয়া পাকিস্তান সরকার এবার তাদের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA) বিক্রি করে দিচ্ছে। আর এই প্রক্রিয়ায় ঘুরপথে সংস্থাটির নিয়ন্ত্রণ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তান সেনার হাতে।

পিআইএ কিনতে আগ্রহ প্রকাশ করেছে মোট চারটি বেসরকারি সংস্থা। এই চার আগ্রহীর মধ্যে অন্যতম হল ফৌজি ফাউন্ডেশন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ফৌজি ফাউন্ডেশন সরাসরি পাকিস্তান সেনার নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। ফলে সরকারি বিমান সংস্থার সিংহভাগ অংশ যদি ফৌজি ফাউন্ডেশনের হাতে যায়, তবে কার্যত সেনার হাতেই পিআইএ-র রাশ চলে যাবে।

আগামী ২৩ ডিসেম্বর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের নিলাম অনুষ্ঠিত হবে। পাকিস্তান সরকার বিমান সংস্থাটির মাত্র ১৫ শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখে বাকি অংশ বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেবে। আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত আইএমএফ-এর শর্ত পূরণের একটি অংশ। এখন দেখার, নিলামের পর পিআইএ-এর মালিকানা কার হাতে যায়, এবং এর ফলে দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাপনায় সেনার প্রভাব কতটা বাড়ে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy