পাকিস্তানের বদলে এবার ভারতের ওষুধে ভরসা তালিবানের! ওষুধ সংকটে দিল্লির হাত ধরছে কাবুল

আফগানিস্তানের ওষুধ বাজারে কয়েক দশকের পাকিস্তানি একাধিপত্যের অবসান ঘটতে চলেছে। দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী মাওলভি নূর জালাল জালালি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে এবার বিকল্প হিসেবে ভারতের দিকে তাকাচ্ছে আফগানিস্তান। এতদিন আফগান ফার্মাসিউটিক্যাল বাজারের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করত পাকিস্তান, কিন্তু বর্তমান রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনে সেই সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

কেন এই দিকবদল? মন্ত্রী জালালির মতে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা আফগান জনস্বাস্থ্য পরিষেবাকে সংকটে ফেলেছে। এই অবস্থায় ভারতের উন্নত ও সাশ্রয়ী ‘জেনেরিক’ ওষুধের ওপর আস্থা রাখছে তালিবান প্রশাসন। তিনি স্পষ্ট করে বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী এবং আমরা সহযোগিতার নতুন অধ্যায় শুরু করতে চাই।” তাঁর কথায়, জনস্বাস্থ্য মন্ত্রী হিসেবে তাঁর একমাত্র শত্রু হলো ‘রোগ’, আর তা মোকাবিলায় যেকোনো দেশের সাহায্য নিতে তিনি প্রস্তুত।

কূটনৈতিক গুরুত্ব: বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে ভারতের সঙ্গে হাত মেলানো আফগানিস্তানের এক বড় কৌশলগত পরিবর্তন। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে ভারতকে ‘হেলথকেয়ার পার্টনার’ হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে আসবে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোয় ভারতের এই সহযোগিতা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর হতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy