পরীক্ষায় মোবাইলের জের, প্রধান শিক্ষকের ভর্ৎসনায় চরম পথ বেছে নিল ১৬ বছরের কিশোরী! রণক্ষেত্র নয়ডা

প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI যেমন আশীর্বাদ, তেমনই এক কিশোরীর জীবনে তা ডেকে আনল চরম অভিশাপ। প্রি-বোর্ড পরীক্ষায় এআই টুল ব্যবহার করে টুকলি করার অভিযোগে স্কুল কর্তৃপক্ষের ভর্ৎসনার মুখে পড়ে আত্মঘাতী হলো দশম শ্রেণির এক ছাত্রী। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা ওয়েস্টের এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর (FIR) দায়ের করেছেন ছাত্রীর পরিবার।

ঘটনার সূত্রপাত: গত ২৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালীন ১৬ বছর বয়সী ওই ছাত্রীর কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। অভিযোগ, সে ফোনের মাধ্যমে এআই টুল ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই পরিদর্শক শিক্ষক এবং পরে প্রধান শিক্ষক তাকে ডেকে কড়া ভাষায় তিরস্কার করেন। পরিবারের অভিযোগ, ছাত্রীকে সবার সামনে অপমান করা হয়েছিল, যা সে সহ্য করতে পারেনি। বাড়িতে ফেরার পরই চরম সিদ্ধান্ত নেয় ওই কিশোরী।

পুলিশি তদন্ত ও স্কুলের সাফাই: ছাত্রীর বাবার দাবি, “স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েকে মানসিকভাবে পিষে দিয়েছিল।” পুলিশ ইতিমধ্যেই স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বয়ান রেকর্ড করা হচ্ছে। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের দাবি, সিবিএসই (CBSE)-র নিয়ম মেনেই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল এবং ছাত্রীকে শুধুমাত্র সতর্ক করা হয়েছিল। কোনও রকম দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy