পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের একতারপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের একমাত্র ভরসার স্তম্ভ, পেশায় ট্রলার চালক স্বপন ঘোড়াই (৫৫) এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। প্রতিদিনের মতো সেদিনও সমুদ্র থেকে মাছ শিকার শেষে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি, কিন্তু আর পরিবারের কাছে ফেরা হলো না।
ঘটনাটি ঘটেছে কাঁথি-বেলদা রাজ্য সড়ক ধরে কুলবেড়িয়ার কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, সারাদিন ট্রলার চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন স্বপনবাবু। তাঁর বাইক কুলবেড়িয়ার কাছে পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁর বাইকে ধাক্কা মারে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইক থেকে ছিটকে পড়েন স্বপনবাবু। বিকট আওয়াজ শুনে এবং এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ততক্ষণে তিনি নিথর হয়ে গিয়েছিলেন।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে, কিছুক্ষণের মধ্যেই কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা স্বপন ঘোড়াইকে দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই খবর পৌঁছতেই শোকে ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। যে মানুষটি কিছু সময় আগেও বাড়ির সবার সঙ্গে সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছিলেন, তাঁর আর ফেরা হবে না—এই বাস্তব মেনে নিতে পারছেন না কেউই।
প্রতিবেশীরা জানান, স্বপনবাবু ছিলেন অত্যন্ত ভালো মানুষ এবং দীর্ঘদিন ধরে ট্রলার চালিয়ে পরিবারের আর্থিক ভরসা জুগিয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা একতারপুর গ্রাম শোকস্তব্ধ। এই দুর্ঘটনার পর কাঁথি-বেলদা রাজ্য সড়কে নিয়ন্ত্রণহীন লরির গতিবেগ এবং নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।