পটাশপুরে বড়সড় ভাঙন! তৃণমূল ছেড়ে বিজেপিতে একঝাঁক কর্মী, ভোটের মুখে চাপে শাসকদল?

পটাশপুরে আবারও রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন। সংকল্প যাত্রার মাঝেই তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন ৯ জন সক্রিয় কর্মী। লোকসভা ভোটের প্রাক্কালে এই দলবদল পটাশপুর বিধানসভা এলাকায় তৃণমূলের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির ‘সংকল্প যাত্রা’ কর্মসূচি চলাকালীন একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূল ত্যাগী কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন প্রবীণ নেতা প্রসেনজিৎ সাউ। গেরুয়া শিবিরে নাম লেখানো কর্মীদের দাবি, তাঁরা শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল এবং জনবিরোধী নীতিতে বীতশ্রদ্ধ হয়েই উন্নয়নের স্বার্থে বিজেপিতে শামিল হয়েছেন।

বিজেপি নেতা প্রসেনজিৎ সাউ জানান, “মানুষ তৃণমূলের অনাচার বুঝে গিয়েছে। আজ ৯ জন যোগ দিয়েছেন, আগামীতে এই সংখ্যা আরও বাড়বে। পটাশপুর এবার পরিবর্তনের সাক্ষী থাকবে।” অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তবে স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের নীচুতলার এই ভাঙন শাসক শিবিরের চিন্তার কারণ হতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy