সাধারণ মানুষের পকেটে টান দিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। সম্প্রতি রেলের পক্ষ থেকে ভাড়ার একটি নতুন কাঠামো প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুরনো গন্তব্যে পৌঁছাতে এখন থেকে যাত্রীদের বাড়তি টাকা ব্যয় করতে হবে। তবে স্বস্তির খবর এই যে, লোকাল ট্রেনের ভাড়া এখনই বাড়ানো হচ্ছে না।
কারা ছাড় পাচ্ছেন, কাদের বাড়ছে খরচ? রেলের নয়া নির্দেশিকা অনুযায়ী, লোকাল ট্রেন এবং মাসিক (Monthly Session) টিকিটের দামে কোনো বদল আনা হয়নি। এমনকি ২১৫ কিলোমিটারের মধ্যে যারা জেনারেল কোচে ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত থাকছে। তবে নির্দিষ্ট দূরত্বের ওপর ভিত্তি করে মেইল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে।
ভাড়ার নতুন হার একনজরে:
জেনারেল কামরা: ২১৫ কিমি-র মধ্যে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি।
মেইল ও এক্সপ্রেস (নন-এসি ও এসি): প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ছে।
দীর্ঘ দূরত্ব (৫০০ কিমি-র বেশি): নন-এসি কামরার ক্ষেত্রে এককালীন ১০ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে।
রেল কর্তৃপক্ষের দাবি, এই সামান্য ভাড়া বৃদ্ধির ফলে রেলের কোষাগারে অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে। যদিও সাধারণ যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তে চিন্তিত। বিশেষ করে যারা নিয়মিত মেইল বা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন, তাদের যাতায়াত খরচ এখন থেকে আরও ব্যয়বহুল হতে চলেছে।