নিখোঁজ নাবালিকা উদ্ধারের সূত্রেই পর্দাফাঁস, বারাসাতের বিলাসবহুল আবাসনে মধুচক্রের হদিশ, আটক ১৬ জন

উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের সূত্র ধরে বড়সড় সাফল্য পেল পুলিশ। ম্যাসাজ পার্লারের আড়ালে অবৈধ দেহব্যবসা চালানোর অভিযোগে বারাসাতের এক অভিজাত আবাসন থেকে পার্লারের মালিক-সহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।

বারাসাতের অভিজাত আবাসনে হানা

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অশোকনগর থানায় এক নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। এরপর জিজ্ঞাসাবাদের সময় ওই নাবালিকা পুলিশকে জানায় যে সে বারাসাতের কাজীপাড়া এলাকার ‘ফরচুন টাউনশিপ’-এর একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত। এই তথ্যের ভিত্তিতেই গতকাল রাতে অশোকনগর থানার পুলিশ বারাসাতের কাজীপাড়া এলাকার ওই পার্লারে হানা দেয়।

মালিক-সহ ১৬ জন আটক

অভিযানের সময় ম্যাসাজ পার্লারের ভিতর থেকে মালিক, ১১ জন মহিলা এবং ৪ জন পুরুষকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, স্পা বা ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে ওই টাউনশিপে মধুচক্র চালানো হচ্ছিল। ধৃত মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, হাবরা ও অশোকনগর-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতেন বলে জানা গেছে। আটক হওয়া ব্যক্তিদের জেরা করা হচ্ছে। এই অবৈধ চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy