‘নাটক করার অনেক জায়গা আছে’, SIR বিতর্কে উত্তপ্ত সংসদ; প্রধানমন্ত্রীর মন্তব্যে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতার মতো ভোটার তালিকা সংশোধনের (SIR) আঁচ এবার পড়ল শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই। SIR নিয়ে আলোচনার দাবিতে দুই কক্ষেই দফায় দফায় বিক্ষোভ দেখাল বিরোধীরা, যার জেরে একাধিকবার মুলতবি করতে হয় অধিবেশন।

লোকসভায় শুরু থেকেই বিরোধীরা SIR নিয়ে সরব ছিলেন। এই হট্টগোলের মধ্যেই পাল্টা খোঁচা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “নাটক করার অনেক জায়গা আছে, যাঁরা করতে চান, করতে পারেন।”

পাল্টা জবাব বিরোধীদের:

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের সময় ৪০ জন BLO (বুথ লেভেল অফিসার) ও ভোটারের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, “চল্লিশজনের মৃত্যু আপনার কাছে নাটক মনে হল?”

অন্যদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও কটাক্ষ করে বলেন, মানুষের ইস্যু নিয়ে গণতান্ত্রিক আলোচনা না করাই হচ্ছে আসল নাটক।

রাজ্যসভার পরিস্থিতি ও বিজেপির খোঁচা:

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও SIR নিয়ে আলোচনার দাবিতে বিরোধীরা ওয়াকআউট করে। এরপরই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বিরোধীদের এই ওয়াকআউটকে কটাক্ষ করে বলেন, “ওয়াকআউট যেটা করছে, সেটা প্র্যাক্টিস করছেন। কারণ ২৬-এ (২০২৬ সালের নির্বাচনে) ওয়াকআউট করে যেতে হবে”। সামগ্রিকভাবে, বিতর্কমূলক ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে সংসদের প্রথম দিনটি উত্তপ্ত রাজনৈতিক বাদানুবাদ ও দফায় দফায় মুলতবিতে কাটে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy