নতুন বছরের উন্মাদনার মাঝেই অপরাধীদের কোমর ভাঙতে রাজধানী দিল্লিতে বড়সড় অভিযানে নামল পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের বিশেষ ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্ষবরণের রাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতা হিসেবে ৫০৪ জনকে প্রতিরোধমূলক হেফাজতে নিয়েছে প্রশাসন।
বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার: পুলিশি হানায় উদ্ধার হয়েছে ২১টি দেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা কার্তুজ এবং ২৭টি ধারালো ছুরি। উৎসবের রাতে পাচারের জন্য মজুত করা বেআইনি মদ ও ড্রাগসের একটি বড় চালানও পুলিশ বাজেয়াপ্ত করেছে। আবগারি ও এনডিপিএস আইনে একাধিক মামলা রুজু হয়েছে ধৃতদের বিরুদ্ধে।
আটক চোর ও ছিনতাইবাজরা: দিল্লি পুলিশের এই সফল অভিযানে ৩১০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যা মূলত ছিনতাই বা চুরির মাধ্যমে সংগৃহীত হয়েছিল। শুধু তাই নয়, গাড়ি চোরদের ডেরায় হানা দিয়ে ২৩১টি দুই চাকার যান এবং একটি চার চাকার গাড়ি উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১১৬ জন দাগি অপরাধী এবং ১০ জন সম্পত্তি সংক্রান্ত বড় অপরাধে যুক্ত।
নিরাপত্তার চাদরে রাজধানী: সব মিলিয়ে ১,৩০৬ জনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের দাবি, নতুন বছরে উৎসবের ভিড়ে অপরাধীদের সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ঝটিকা অভিযান। রাজপথে টহলদারি বাড়ানোর পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।