‘দেশদ্রোহীরা বাঁচানোর চেষ্টা করলেও পার পাবে না অনুপ্রবেশকারীরা’, অসমে দাঁড়িয়ে হুঙ্কার মোদীর!

অসমের মাটি থেকে অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস ও ইন্ডিয়া ব্লকের দলগুলি অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করলেও বিশেষ ভোটার তালিকা সংশোধনীর মাধ্যমে তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করা হবেই।

প্রধানমন্ত্রী এদিন অনুপ্রবেশকারীদের সহায়তাকারীদের ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন যখন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চালাচ্ছে, তখন কিছু অশুভ শক্তি তাদের রক্ষা করার চেষ্টা করছে। পূর্বতন কংগ্রেস সরকারকে বিঁধে তিনি বলেন, “কংগ্রেসের ভুলের কারণে উত্তর-পূর্ব ভারতকে দশকের পর দশক হিংসা ও উগ্রবাদের শিকার হতে হয়েছে। তারা এখানকার উন্নয়ন নিয়ে কখনও ভাবেনি, বরং অনুপ্রবেশকারীদের মদত দিয়ে অসমের অস্তিত্বকে বিপন্ন করেছে।”

মোদী দাবি করেন, গত ১০-১১ বছরে বিজেপি সরকার উত্তর-পূর্বের উগ্রবাদ নির্মূল করে উন্নয়নের নতুন অধ্যায় শুরু করেছে। অসমের মানুষের আবেগের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানকার মা-বোনেদের ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে প্রধানমন্ত্রী এই অঞ্চলকে দেশের একতা ও নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy