দিল্লি হিংসা মামলা, বোনের বিয়েতে যোগ দিতে উমর খালিদের ২ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল আদালত, আজীবন কারাবাস থেকে মুক্তি নয়।

দিল্লি হিংসা কাণ্ডে অভিযুক্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল দিল্লির কারকারডুমা আদালত। তাঁর বোনের বিয়েতে যোগদানের জন্য আবেদন মঞ্জুর করে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। চলতি মাসেই অর্থাৎ ২৭ ডিসেম্বর উমরের বোনের বিয়ে। তাঁকে ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে থাকার অনুমতি দিয়েছে আদালত।

জামিনের শর্তাবলী

উমর খালিদের দু’সপ্তাহের জামিন ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের দু’জন জামিনদারের শর্তে মঞ্জুর করা হয়েছে। আদালত জামিনের সময়কালে খালিদের উপর একাধিক শর্ত আরোপ করেছে:

  • সাক্ষীদের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ: খালিদকে কোনও সাক্ষী বা মামলার সঙ্গে সম্পর্কিত কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।

  • মোবাইল ও যোগাযোগ: তাঁকে তাঁর মোবাইল ফোনের নম্বর তদন্তকারী আধিকারিককে দিতে হবে এবং জামিনের পুরো সময় জুড়ে তা সক্রিয় রাখতে হবে।

  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: খালিদ অন্তর্বর্তীকালীন জামিনের সময় সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবেন না।

  • স্থান সীমাবদ্ধতা: তাঁকে হয় নিজের বাড়িতে অথবা উল্লিখিত বিয়ের অনুষ্ঠানস্থলেই থাকতে হবে।

  • যোগাযোগ সীমাবদ্ধতা: তিনি শুধুমাত্র তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গেই দেখা করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে যে, অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ২৯ ডিসেম্বর সন্ধ্যায় খালিদকে সংশ্লিষ্ট জেলের সুপারের কাছে আত্মসমর্পণ করতে হবে।

ইউএপিএ মামলা ও সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, উমর খালিদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লির হিংসার নেপথ্যে অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন বলে অভিযুক্ত। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে তিনি কারাবন্দি। যদিও তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এক দিন আগেই, সুপ্রিম কোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারির হিংসা ষড়যন্ত্র সম্পর্কিত ইউএপিএ (UAPA) মামলায় উমর খালিদ, শারজিল ইমাম এবং অন্যদের জামিনের আবেদনের রায় স্থগিত রেখেছে। দিল্লি পুলিশ এই জামিনের তীব্র বিরোধিতা করে বলেছিল, ২০২০ সালের ফেব্রুয়ারির হিংসা কোনও স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল না, বরং সেটি ছিল ভারতের সার্বভৌমত্বের ওপর একটি ‘পরিকল্পিত, পূর্বনির্ধারিত এবং সুচিন্তিত’ হামলা।

তবে, বিয়েটি উমর খালিদের আপন বোনের হওয়ায় মানবিক কারণে আদালত তাঁকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। গত বছর ডিসেম্বরে এবং ২০২২ সালেও তাঁকে তাঁর বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy