বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর’-এর পর এবার দর্শকদের রাতের ঘুম কাড়ছে একটিই প্রশ্ন— কে এই ‘বড়ে সাহেব’? ছবির প্রথম পর্বে সঞ্জয় দত্ত ওরফে এসপি চৌধুরী আসলাম বারংবার এই প্রভাবশালী ব্যক্তির নাম নিলেও তাঁকে পর্দায় দেখা যায়নি। শুধু এটুকু জানা গিয়েছিল যে, পাকিস্তান থেকে কলকাঠি নাড়ছেন এই মাস্টারমাইন্ড। এবার সিক্যুয়েল আসার আগে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে নেটপাড়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া থিওরি অনুযায়ী, ‘বড়ে সাহেব’ হতে পারেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। কাস্ট লিস্টে দানিশ ইকবালের নাম ‘দাউদ’ হিসেবে থাকায় এই জল্পনা আরও জোরালো হয়েছে। অন্য একটি দল মনে করছে, ছবির শুরুতে আইসি-৮১৪ হাইজ্যাকের যোগসূত্র থাকায় এই চরিত্রটি আসলে মাসুদ আজাহার। আবার আন্তর্জাতিক প্রেক্ষাপট বিচার করে কেউ কেউ ওসামা বিন লাদেনের উপস্থিতিও উড়িয়ে দিচ্ছেন না। ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে ছবির দ্বিতীয় ভাগ, আর সেদিনই মিলবে সব উত্তর।