পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি হুঙ্কার দেন, “আপনি যতই চেষ্টা করুন, ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে না!”
সুকান্ত মজুমদার আরও দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, “ছাব্বিশের (২০২৬ বিধানসভা নির্বাচন) পর আমরা তৃণমূলকে পগাড়পার করব।”
ভাষণে সুকান্ত মজুমদার ‘বাবরি মসজিদ’ ইস্যুতেও তীব্র প্রতিক্রিয়া জানান। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “বাংলার মাটিতে বাবরি মসজিদ হবে, আর আমরা চুপ করে দেখব? অন্য নামে মসজিদ করুন, কিন্তু বাবরি মসজিদ হবে না।” এই মন্তব্য করে বিজেপি রাজ্য সভাপতি চরম হুঁশিয়ারি দিয়েছেন।
তাঁর এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট যে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতারা কেবল রাজনৈতিক উত্তরাধিকার নয়, বরং রাজ্যের সামাজিক ও ধর্মীয় সংবেদনশীল ইস্যুগুলি নিয়েও তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছেন।