বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার পর থেকেই বিশ্বজুড়ে চর্চায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তবে এবার কেবল রাজনৈতিক সংস্কার নয়, তাঁর ব্যক্তিগত জীবন এবং ঘনিষ্ঠ বৃত্তে থাকা মহিলাদের নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ইউনূস এখন ‘সর্বেসর্বা’, কিন্তু তাঁর ব্যক্তিজীবনের পরতে পরতে লুকিয়ে আছে নাটকীয় মোড়।
ইউনূসের উপদেষ্টা সভায় নূরজাহান বেগম, সৈয়দা রিজওয়ানা হাসান এবং লামিয়া মোরশেদের উপস্থিতি নিয়ে নানা মহলে কানাঘুষো চলছে। ১৯৭৬ সাল থেকে গ্রামীণ ব্যাঙ্কের সহকর্মী নূরজাহান বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা। ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত রিজওয়ানা হাসান সামলাচ্ছেন পরিবেশ মন্ত্রক। অন্যদিকে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন আর এক বিশেষ পরিচিতা লামিয়া মোরশেদ।
ইউনূসের বৈবাহিক জীবনও কম বর্ণময় নয়। ১৯৬৭ সালে আমেরিকায় গবেষণার সময় রুশ তরুণী ভেরা ফোরেস্তেনকোর প্রেমে পড়েন তিনি। ১৯৭০-এ বিয়ে এবং ৭২-এ বাংলাদেশে ফেরা। কিন্তু ১৯৭৭ সালে কন্যা মনিকার জন্মের পরেই তাঁদের সম্পর্কে ফাটল ধরে এবং ভেরা সন্তান নিয়ে আমেরিকা ফিরে যান। এরপর ইউনূস দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন পশ্চিমবঙ্গের বর্ধমানের মেয়ে আফরোজি বিবির সঙ্গে। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক আফরোজির সঙ্গে তাঁর এক কন্যা সন্তান রয়েছে, নাম ডিনা আফরোজ ইউনূস। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার এই দীর্ঘ ব্যক্তিগত সফর এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।