ডুয়ার্সে হাড়কাঁপানো ঠান্ডা! জলদাপাড়ার খুদে ‘লাকি’-র সুরক্ষায় কম্বল ও রুম হিটার

সমগ্র ডুয়ার্স জুড়ে এখন শীতের দাপট তুঙ্গে। উত্তরবঙ্গের শীতলতম জেলা আলিপুরদুয়ারে তাপমাত্রা নেমেছে ৯° সেলসিয়াসে। আর এই হাড়কাঁপানো ঠান্ডায় জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় বেড়ে ওঠা ছোট্ট হস্তিশাবক ‘লাকি’-র যত্নে কোনো খামতি রাখছে না বনবিভাগ। কার্শিয়াং থেকে উদ্ধার হওয়া এই হস্তিশাবকটি এখন হলং সেন্ট্রাল পিলখানার মূল আকর্ষণ।

লাকির সুরক্ষায় নেওয়া হয়েছে রাজকীয় ব্যবস্থা। বিকেল হতেই তার গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে মোটা কম্বল। তার থাকার ঘরটি চারিদিক থেকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কনকনে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। এমনকি পিলখানায় বসানো হয়েছে রুম হিটারও। রোদ না ওঠা পর্যন্ত তাকে বাইরে বের করা হচ্ছে না।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগে নদীর স্রোতে ভেসে যাওয়া ১৫ দিনের এই মাদী হস্তিশাবকটিকে উদ্ধার করে জলদাপাড়ায় আনা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই শাবকটির নাম রেখেছেন ‘লাকি’। বর্তমানে মাহুতদের কাছে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বনকর্মীদের আদরে ও আধুনিক ব্যবস্থায় বেশ খোশমেজাজেই আছে ডুয়ার্সের এই আদরের সদস্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy