ট্রেনে টিকিট নিয়ে বড় আপডেট! মোবাইলে টিকিট দেখালে কি জরিমানা হবে? স্পষ্ট জানাল রেল

সম্প্রতি সংবাদ মাধ্যম এবং সমাজমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ট্রেনে ভ্রমণের সময় মোবাইলে ডিজিটাল টিকিট দেখালে আর চলবে না, যাত্রীদের অবশ্যই প্রিন্ট আউট সঙ্গে রাখতে হবে। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়ো টিকিট রুখতেই নাকি এই সিদ্ধান্ত। কিন্তু রেলমন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

রেল আধিকারিকরা জানিয়েছেন, আগের মতোই ইউটিএস (UTS) অ্যাপ বা অনলাইন মাধ্যমের ‘পেপারলেস’ টিকিট মোবাইলে দেখালে তা বৈধ বলে গণ্য হবে। যাত্রীদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে মনে রাখবেন, যদি আপনি স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটেন, তবে সেই মূল টিকিটটি অবশ্যই সঙ্গে রাখতে হবে। কারণ কাউন্টার টিকিটের ছবি ফোনে দেখালে তা গ্রাহ্য হয় না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy