পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ের সরকারি যুব আবাসে প্রায় দুই মাস ধরে চলা তীব্র পানীয় জলের সঙ্কট অবশেষে সমাধানের পথে। পর্যটন মরশুমের মধ্যেই জলের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন আবাসিক ও পর্যটকরা। বাধ্য হয়ে তাঁদের বাইরে থেকে পানীয় জল কিনে আনতে হচ্ছিল।
দীর্ঘদিনের হাহাকার
পর্যটকরা জানান, পানীয় জলের অভাবে পান করা থেকে শুরু করে স্নান-সহ নিত্যদিনের প্রায় সব কাজই কঠিন হয়ে পড়েছিল। জয়চণ্ডী পাহাড়ের মনোরম পরিবেশে বেড়াতে এসে পানীয় জলের এমন সঙ্কট যে পোহাতে হবে, তা তাঁরা ভাবতেও পারেননি। জলের এই তীব্র সমস্যার কারণে যুব আবাস কর্তৃপক্ষকেও ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করতে হচ্ছিল, কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি।
পৌরসভার দ্রুত পদক্ষেপ
আসন্ন জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবের আগে সমস্যার গুরুত্ব অনুধাবন করে শেষমেশ দ্রুত পদক্ষেপ নিল রঘুনাথপুর পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি এই পরিস্থিতি সম্পর্কে বলেন, “পাইপলাইনের মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। দ্রুততার সঙ্গে নিয়মিত পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। পৌরসভার উদ্যোগে সমস্যার সমাধান প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।”
পৌরসভার এই আশ্বাসে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে যুব আবাস কর্তৃপক্ষ এবং পর্যটকদের মধ্যে। দীর্ঘদিনের পানীয় জলের সঙ্কটের অবসানে পর্যটকদের মুখে হাসি ফুটেছে।