জম্মু-কাশ্মীরে উপনির্বাচন, প্রচারে নারাজ NC সাংসদ! বিদ্রোহের মুখে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কী বললেন?

শ্রীনগর: ন্যাশনাল কনফারেন্স (NC)-এর সাংসদ ও বরিষ্ঠ নেতা আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি তাঁর নিজের বুডগাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনী প্রচার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়ায় দলের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মঙ্গলবার এ সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।

রুহুল্লাহ মেহেদি বুডগামের একজন প্রভাবশালী শিয়া মুসলিম নেতা এবং তাঁর পরিবারের ধর্মীয় পটভূমির কারণে এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। বুডগাম বিধানসভা আসনের উপনির্বাচনে এনসি-র পক্ষে তিনি প্রচার করবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল্লাহ মেহেদি বলেন, “আমি গত বছর দলের (NC) পক্ষে প্রচার করেছিলাম, জনগণকে রাজনীতি ও উন্নয়নের বিষয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। দল সেই প্রতিশ্রুতিগুলির কোনোটিই পূরণ করতে পারেনি। আমরা যখন ২০১৪ সালে দেওয়া কোনো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি, তখন আমি কীভাবে আবার জনগণের কাছে গিয়ে দলকে ভোট দিতে বলতে পারি?”

তিনি আরও বলেন, “হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি একজন ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারি।”

প্রসঙ্গত, ২০১৪ সালের জে&কে বিধানসভা নির্বাচনে ওমর আবদুল্লাহ বুডগাম বিধানসভা আসনে জয়ী হন। পরে তিনি গন্দেরবাল বিধানসভা আসনটি ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ায় বুডগাম থেকে ইস্তফা দেন, ফলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন বুডগাম এবং নাগোরোটা বিধানসভা আসন দুটির উপনির্বাচনের জন্য সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

সাংবাদিকরা রুহুল্লাহর এই বক্তব্য নিয়ে মন্তব্য করতে বললে, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সরাসরি উত্তর দিতে অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” রুহুল্লাহর প্রচার থেকে সরে আসা এক প্রকার বিদ্রোহের শামিল হওয়ায় মুখ্যমন্ত্রীর এই উত্তর এড়িয়ে যাওয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এদিকে, আলতাফ বুখারি নেতৃত্বাধীন আপনী পার্টির প্রধান মুখপাত্র মুনতাজির মহিউদ্দিন নির্দল প্রার্থী হিসেবে বুডগাম বিধানসভা উপনির্বাচনে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy