জট কাটল উপাচার্য নিয়োগের! কলকাতা, যাদবপুর-সহ ৮ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের জটিলতা কাটল। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ মোট আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্ট এই নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি উপাচার্যদের নামের একটি তালিকা সর্বোচ্চ আদালতে জমা দিয়েছিল।

যেসব নামে আপত্তি নেই, সেই তালিকাই চূড়ান্ত
আদালতে জানানো হয়েছে, কমিটি কর্তৃক জমা দেওয়া তালিকার বেশ কিছু নামে আচার্য (রাজ্যপাল) এবং মুখ্যমন্ত্রীর তরফে আপত্তি রয়েছে। তবে যেসব নামে কোনো পক্ষেরই আপত্তি নেই, সেই তালিকা মেনে উপাচার্য নিয়োগ করার জটিলতা কেটেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই আটটি বিশ্ববিদ্যালয়ে তালিকা মেনে উপাচার্যদের নিয়োগ করা হবে।

এ মামলার পরবর্তী শুনানি ‘ইন চেম্বার’ (বিচারপতির চেম্বারে) হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। এই নির্দেশের ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy