চায়ের ওপর আপনার নাম! বহরমপুরে কৃষ্ণেন্দুর ম্যাজিক চায়ের কাপে মজেছে আট থেকে আশি

বাঙালির আড্ডা আর চা—এক্কেবারে সমার্থক। শীতের সকালে হোক বা হাড়কাঁপানো সন্ধ্যায়, এক কাপ কড়া চা না হলে বাঙালির ঠিক জমে না। আর সেই চা যদি হয় রকমারি স্বাদের, তবে তো সোনায় সোহাগা! চা-প্রেমীদের জন্য এমনই এক ‘খনি’র সন্ধান মিলেছে মুর্শিদাবাদের বহরমপুরে।

কী বিশেষত্ব এই চায়ের দোকানে? বহরমপুর ওয়াই এম এ মাঠে চায়ের স্টল দিয়েছেন কৃষ্ণেন্দু বাগ। তাঁর দোকানে সাধারণ চায়ের বদলে মিলছে তন্দুরি চা, চকলেট চা, কেশর চা, এমনকি শীতের স্পেশাল নলেন গুড়ের চাও! তবে সবথেকে বড় আকর্ষণ হলো—চায়ের কাপের ওপর আপনার পছন্দের নাম ফুটিয়ে তুলছেন কৃষ্ণেন্দু। যা ইতিমধ্য়েই সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এছাড়াও এখানে চা পরিবেশন করা হচ্ছে কলার পাতায়, যা এক অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছে ক্রেতাদের।

সাফল্যের খতিয়ান: ব্যবসায়ী কৃষ্ণেন্দু জানান, প্রতিদিন প্রায় ২০০০ কাপের বেশি চা বিক্রি হচ্ছে তাঁর দোকানে। স্বনির্ভর হওয়ার তাগিদে শুরু করা এই ছোট উদ্যোগ এখন বহরমপুরবাসীর অন্যতম প্রিয় ‘ঠেক’-এ পরিণত হয়েছে। রকমারি ফ্লেভার আর সৃজনশীলতার মিশেলে কৃষ্ণেন্দুর এই চায়ের দোকান এখন আড্ডার নতুন ঠিকানা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy