চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ! সরকারি দফতরে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, জেনেনিন বিস্তারিত

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর! সরকারি দফতরে কনস্টেবল (GD) পদে মোট ২৫,৪৮৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ আবেদনের সময়সীমা এই মাসেই শেষ হচ্ছে।গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন পদ্ধতিবিজ্ঞপ্তি প্রকাশ: ডিসেম্বর ২০২৫আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর (রাত ১১টা পর্যন্ত)ফি জমা দেওয়ার শেষ দিন: ১ জানুয়ারি (২০২৬)আবেদন সংশোধন উইন্ডো: ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি (২০২৬, রাত ১১টা পর্যন্ত)। প্রয়োজনে সংশোধনের জন্য ফি দিতে হবে।প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে আবেদন করতে হবে।বেতন ও শূন্যপদবেতন স্কেল: সমস্ত পদের জন্য লেভেল ৩ বেতন স্কেল অনুসারে ₹$21,700$ টাকা থেকে ₹$69,100$ টাকা পর্যন্ত থাকবে।বিভাগমোট শূন্যপদমোট পদ২৫,৪৮৭টিপুরুষ প্রার্থী২৩,৪৬৭টিমহিলা প্রার্থী২,০২০টিঅনারক্ষিত (UR)১১,১০২টিতফসিলি জাতি (SC)৩,৭০২টিতফসিলি উপজাতি (ST)২,৩১৩টিঅন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)৫,৭৬৫টিঅর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি (EWS)২,৬০৫টিশিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাশিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী (মাধ্যমিক) পাশ করতে হবে।বয়স সীমা: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।বয়স ও এনসিসি (NCC) সার্টিফিকেটধারীদের ছাড়এনসিসি সার্টিফিকেট: এনসিসি সার্টিফিকেটধারীরা পরীক্ষায় ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন।বয়সের ছাড়:তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের পর্যন্ত ছাড় পেতে পারেন।অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীরা এবং প্রাক্তন সৈনিকরা তিন বছর পর্যন্ত ছাড় পেতে পারেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy