“গর্দভ উপদেষ্টা!” বাংলাদেশ নিয়ে তথাগত রায়ের কড়া এক্স-বার্তা তোলপাড় সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদেশে চলমান অস্থিরতা এবং ভারতবিরোধী সুরের প্রেক্ষিতে এবার অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ শানালেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার একটি এক্স-বার্তায় (সাবেক টুইটার) তিনি সাফ জানিয়েছেন, ভারত কখনোই নিজের কোঁচড়ের মধ্যে এই অরাজকতা সহ্য করবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ‘গর্দভ’ সম্বোধন করে তিনি প্রতিবেশী রাষ্ট্রটির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।

তথাগত রায় লেখেন, “ভারতের দয়ায় দেশটা তৈরি হয়েছিল। আজ কিছু মানুষ ভাবছে লুঙ্গি-গেঞ্জি পরা মোল্লারা আধুনিক পাক বাহিনীকে হারিয়ে দেশ স্বাধীন করেছে।” তাঁর দাবি, ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী হতে বাধ্য। খনিজ সম্পদ থেকে শুরু করে সাধারণ পাথর— সবকিছুর জন্যই ভারতকে প্রয়োজন। তথাগতবাবুর হুঁশিয়ারি, ভারত চাইলে মুহূর্তের মধ্যে বাংলাদেশের ‘টুঁটি চেপে ধরতে’ পারে। জলপথ, আকাশপথ এমনকি চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিলে দেশটিকে সংকটে পড়তে হবে।

প্রাক্তন রাজ্যপাল আরও দাবি করেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নই নেই। উল্টে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস এবং অধ্যাপক আবুল বরকতের মুক্তি দাবি করেছেন তিনি। তাঁর মতে, বাংলাদেশ বর্তমানে সম্পূর্ণ অরাজকতায় ডুবে আছে এবং ভারতকে হুমকি দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। তথাগত রায়ের এই আক্রমণাত্মক পোস্ট ইতিমধ্যেই নেটপাড়ায় বিতর্কের ঝড় তুলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy