ফের রাজ্য পুলিশের জালে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার ঘটনাস্থল মালদহ জেলার হবিবপুর। ধৃত যুবকের নাম বিপুল মালি (৩০), যার বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার ঘাটনগর এলাকায়। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হবিবপুরের দাল্লা বাজার এলাকায় ওই যুবককে অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় থানায়। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, বিপুল ভারতের নাগরিক নন এবং তাঁর কাছে বৈধ কোনো পাসপোর্ট বা নথি নেই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরু পাচারের উদ্দেশ্যে বা কোনো পাচারচক্রের সঙ্গে যুক্ত হয়েই তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এই অনুপ্রবেশের নেপথ্যে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।