বড়দিনের সকালে বড়সড় ধাক্কা খেলেন সোনা ও রুপোর ক্রেতারা। উৎসবের মরশুমে খুশির খবরের বদলে দামের এক বিরাট লাফ চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের। বিগত কয়েকদিন ধরে অল্প অল্প করে বাড়লেও, আজ ২৫ ডিসেম্বর একধাক্কায় অনেকটা বাড়ল মহার্ঘ ধাতুর দাম। পরিস্থিতি এমন যে, ২২ ক্যারেট সোনার দাম এখন ১২ হাজার টাকার গণ্ডিও ছাড়িয়ে গেছে। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও।
একনজরে আজকের বাজার দর (২৫ ডিসেম্বর, ২০২৫):
২৪ ক্যারেট সোনা (পাকা সোনা): আজ ২৪ ক্যারেট সোনার দাম উর্ধ্বমুখী। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৩,৯২৫ টাকায়। ১০ গ্রাম সোনার দাম আজ একলাফে বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ২৫০ টাকা। একদিনেই ১০ গ্রামে ৩২০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
২২ ক্যারেট সোনা (গয়না সোনা): গয়না তৈরির জন্য ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দামও আকাশছোঁয়া। আজ ১ গ্রাম সোনার দাম ১২,৭৬৫ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে আজ খরচ পড়বে ১ লক্ষ ২৭ হাজার ৬৫০ টাকা। একদিনে এর দাম বেড়েছে ৩০০০ টাকা।
১৮ ক্যারেট সোনা: ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম আজ ১০,৪৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪ হাজার ৪৪০ টাকায়। একদিনে প্রায় ২৪০০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনার।
রুপোর দাম: সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রুপোও। আজ ১০০ গ্রাম রুপোর দাম ২৩,৪০০ টাকা। ১ কেজি রুপো কিনতে আজ খরচ করতে হবে ২ লক্ষ ৩৪ হাজার টাকা। একদিনে ১০০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে রুপোর।
বছর শেষে সোনার বাজারের এই টালমাটাল অবস্থায় মাথায় হাত পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদেরও। কেনাকাটা কমার আশঙ্কায় ভুগছেন তাঁরা। বিয়ের মরশুম সামনেই, তার আগে দামের এই অস্বাভাবিক বৃদ্ধি উৎসবের আনন্দকে কিছুটা হলেও ফিকে করে দিল সাধারণ মানুষের কাছে।